আসসালামু আলাইকুম।
আমার বাবা (৬০) একজন ব্যবসায়ী; মা (৫৫) সরকারি চাকুরিজীবি। বাবা, মা এবং দুই ভাইবোন নিয়ে সংসার। আল্লাহ ধনসম্পত্তিও দিয়েছেন। অনেক সুখের পরিবার হওয়ার কথা ছিল। বাবা বাদে বাকি সবাই ইসলাম বুঝে বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করি। বাবা পরকালের প্রতি বড়ই উদাসীন। তার উপর প্রায় ছয় বছর ধরে এক মহিলার সঙ্গে অনৈতিক সম্পর্ক। আমরা অনেক চেষ্টা করেছি ওই পাপের পথ থেকে ফিরিয়ে আনার। অনুনয় বিনয় করে, বুঝিয়ে, রাগ করে। এমনকি আমার দাদি, বাবার পা পর্যন্ত ধরেছিল। আমার চাচা, ফুপু কেউ তাকে বোঝানো বাদ যায়নি। কিন্তু কোনভাবেই ফেরানো যায়নি। বরং যেই তাকে এসব বোঝাতে যায়, সেই তার শত্রু বনে যায়। তাকে আর দু'চোখে দেখতে পারেনা। তার নামে মিথ্যা অপবাদ দিয়ে মানুষের সামনে হেয় করে। আপাতত শুধু আল্লাহর কাছে দু'আ করে যাচ্ছি। আমি সদ্য পড়াশোনা শেষ করে চাকুরির চেষ্টা করছি। বিসিএস রিটেন দিয়েছি। আমার ছোটবোন দশম শ্রেণীতে পড়ে। বাবা-মা দুজন আলাদা রুমে থাকে। বাবা খুব কমই আমাদের সাথে ভালো করে কথা বলেন। অশান্তি করেন অনেক বেশি। আর চোখের সামনে বাবা এসব কর্ম মেনে নিতে পারছিনা। আমি বুঝতে পারছিনা কি করা উচিত। নিরুপায় হয়ে এমন লজ্জাজনক একটা ব্যাপারে প্রশ্ন করতে বাধ্য হলাম। ইসলামী দৃষ্টিকোণ থেকে সমাধান দিবেন ইনশা-আল্লাহ।