জবাবঃ-
(১)
কোনো ব্যক্তি পশু কেনার পর কেউ তার সাথে শরীক হতে চাইলে তা জায়েজ হবে না।
(২)
কোনো ব্যক্তি পশু কেনার পূর্বে কেউ বলল যে আপনি পশু ক্রয় করুন, তারপর এক ভাগের টাকা আমি দিব ।এভাবে শরীক হওয়া যাবে।
(৩) পশুর ভুড়ি খাওয়া মাকরুহ।
(৪)
একই পরিবারের লোকজন যদি একটি পশু দেয় এবং তারা মাংস ভাগ না করে একসাথে রাখতে চায়,তাহলে তা জায়েজ হবে।
(৫)
ভাগে কুরবানী দেয়ার ক্ষেত্রে কি কেবল পশুর দাম দিলেই হবে না বরং কুরবানীর সমস্ত খরচে ভাগ দিতে হবে।
(৬)
পশু ক্রয়ের পূর্বেই শরীক কতজন হবেন,তা নির্ধারণ করে নিতে হবে।নিজের জন্য ক্রয় করার পর অন্য কাউকে শরীক করা যাবে না।হ্যা,কেউ যদি এমনিতেই ক্রয় করে,তারপর শরীক খুজে তাদেরকে শরীক করে,তাহলে এদ্বারা কুরবানি হবে।