ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
হিন্দুকে কুরবানির গোশত দেয়া যাবে। ( কিতাবুল ফাতাওয়া-৪/১৫০)
(২) সম্পূর্ণ তাশাহুদ পড়া ওয়াজিব। সুতরাং তাশাহুদের কোনো অংশ যদি কেউ না পড়ে, তাহলে শেষে সাহু সিজাদ দিতে হবে।
اخْتَلَفَتْ أَقْوَال الْفُقَهَاءِ فِي هَذِهِ الْمَسْأَلَةِ عَلَى النَّحْوِ الآْتِي: ذَهَبَ الْحَنَفِيَّةُ إِِلَى أَنَّهُ يُكْرَهُ تَحْرِيمًا أَنْ يَزِيدَ فِي التَّشَهُّدِ حَرْفًا، أَوْ يَبْتَدِئَ بِحَرْفٍ قَبْل حَرْفٍ.
قَال أَبُو حَنِيفَةَ: وَلَوْ نَقَصَ مِنْ تَشَهُّدِهِ أَوْ زَادَ فِيهِ. كَانَ مَكْرُوهًا؛ لأَِنَّ أَذْكَارَ الصَّلَاةِ مَحْصُورَةٌ، فَلَا يُزَادُ عَلَيْهَا. ثُمَّ أَضَافَ ابْنُ عَابِدِينَ قَائِلاً: وَالْكَرَاهَةُ عِنْدَ الإِِْطْلَاقِ لِلتَّحْرِيمِ. (3)
[«الموسوعة الفقهية الكويتية» (12/ 37)]
(৩) দুই সিজদার মাঝের দোয়াকে সংক্ষেপেও পড়া যাবে। যেমন, আল্লহুম্মাগফিরলি ওয়ার হামনি ওয়ার-যুক্বনি, ইত্যাদি।