আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
১.যেহেতু মতভেদ আছে আরাফার রোজা নিয়ে ১৯ জুলাই নাকি ২০ জুলাই বাংলাদেশে, তাই ১৯,২০ জুলাই দুইদিন ই রাখা ভালো, কিন্তু দুইদিন ই কি আরাফার রোজার নিয়ত করতে হবে? যেমন আজকে রাখলাম আরাফার রোজার নিয়ত করে, আগামীকাল যে রোজা রাখবো সেটাও আরাফার নিয়তে রাখবো নাকি জিলহজ্জের নফল নিয়তে?
২. কুররাতুন আইয়ুন অর্থ কি?
জাযাকাল্লাহ খাইরান