জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান মতে প্রশ্নে উল্লেখিত ছুরত তথা
রোজা অবস্থায় ইস্তিঞ্জা করার সময় বা গোসলের সময় যদি লিঙ্গের মুখ অর্থাৎ সামনের অংশ একটু ফাঁকা করে পানি দেওয়া হয়,তাতে যদি পানি ভিতর থেকেই ফিরে আসে, লিঙ্গের ভেতর দিকে চলে না যায়,তাহএল রোযা ভেঙ্গে যাবেনা।
★কিন্তু যদি লিঙ্গের ভেতর দিকে পানি চলে যায়, নাহলে রোযা ভেঙ্গে যাবে।
আবদুল্লাহ ইবনে আববাস রাযি. থেকে বর্ণিত-
ذكر عنده الوضوء من الطعام، قال الأعمش مرة والحجامة للصائم، فقال : إنما الوضوء مما يخرج وليس مما يدخل، وإنما الفطر مما دخل وليس مما خرج.
শরীর থেকে (কোনো কিছু) বের হলে অযু করতে হয়, প্রবেশ করলে নয়। পক্ষান্তরে রোযা এর উল্টো। রোযার ক্ষেত্রে (কোনো কিছু শরীরে) প্রবেশ করলে রোযা ভেঙ্গে যায়, বের হলে নয়। (ফাতাওয়া হিন্দিয়া ১/২০৪; রদ্দুল মুহতার ২/৪০২)