আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমার প্রশ্ন হলো-
(১) কমোডে যে স্থানে বসা হয় সেখানে নাপাকি লাগলে, স্প্রেয়ার দিয়ে তা ধৌত করার সময় পানির ছিটা যদি পাশের দেয়ালে লাগে তবে কি দেয়াল লাপাক হয়ে যাবে? দেয়ালে লাগা এই পানিতে যদি নাপাকির গন্ধ বা চিহ্ণ না থাকে, তবে তা নাপাক বলে গণ্য হবে কি?
(২) কমোডে ইস্তিঞ্জার ক্ষেত্রে স্প্রেয়ার ব্যবহারকালে পানির ছিটা গায়ে লাগলে শরীরের ঐ স্থান নাপাক হয়ে যাবে কি?
(৩) এক্ষেত্রে ইস্তিঞ্জার সময় পানি ছিটে স্প্রেয়ারের গায়ে লাগলে সেটিও কি নাপাক হয়ে যাবে? যদি হয়, তাহলে সেটা ধোয়ার সময় ছিটে আসা পানিও কি নাপাক হওয়ার দরুন গায়ে লাগলে ধুয়ে ফেলতে হবে? যদি এখানে গন্ধ না পাওয়া যায় তবে কী করণীয়?
(৪) এসব ক্ষেত্রে ছিটে আসা পানি ফ্লোরে পড়লে তাও কি নাপাক হয়ে যাবে?
(৫) যদি এমন হয় যে, পানি নাপাক; কিন্তু তা অন্য কোথাও লাগার পর সেখানে নাপাকির কোনো চিহ্ণ বা গন্ধ পাওয়া গেল না। সেক্ষেত্রে ঐ জায়গাটি কি নাপাক বলে গণ্য হবে?
জাযাকুমুল্লাহু খাইরান।