আসসালামু আলাইকুম।
আমি একটি হাদিসে পড়েছি যে যোহরের নামাজের টাইম আসর পর্যন্ত থাকে। কিন্তু তাহলে আমাদের মাযহাব অনুযায়ী যোহরের নামাজের টাইম আসরের ওয়াক্ত আসার আগেই কেন শেষ হয়?
যোহর শেষ হওয়ার সাথে সাথেই কি আসর শুরু হওয়ার কথা না? আমাদের সমাজে আহলে হাদিসরা হানাফিদের চেয়ে আগে আসরের আযান দেয়। ঐ সময় নামাজ পড়লে কি তা গ্রহণযোগ্য হবে না?