আসসালামুওয়ালাইকুম। আজ প্রায় ২ বছর ধরে আমি একটি মানসিক যন্ত্রনায় ভোগছি। আমার মনের মধ্যে সারাক্ষণ শুধু আল্লাহকে নিয়ে আপত্তিকর বাজে মন্তব্য মাথায় আসে। এইসব চিন্তা যখন করি তখন আমার মন একটুও আটকায় না। কিন্তু একি সাথে আমি চাইনা আমার এসব চিন্তা আসুক। এই সব চিন্তা কেন করি আমি নিজেও জানি না। আমি জানি এগুলা কুফরি। এগুলোর পরিণতি ভয়াভহ। আমি জানি না আমি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারব কিনা। মানুষ আল্লাহকে কত সম্মান করে,মন থেকে ভালবাসে,শ্রদ্ধা করে সেসব দেখে আমার নিজের প্রতি আফসোস হয় আমি কেন ওদের মত পারি না।
মানুষ তো স্বাধীন চিন্তার অধিকারী। যা খুশি চিন্তা করতে পারে।তাহলে আমি কেন এই খারাপ চিন্তা গুলোকে আটকাটে পারছি না। আমি এসব বাজে চিন্তা করি কেন বুঝতেছিনা। ভিতর থেকে কি যেন আল্লাহকে নিয়ে অপমানজনক কথা বলার জন্য উস্কে দিচ্ছে। তাও ইগনুর করার চেষ্টা করি।
আবার কয়েক জায়গায় পড়লাম এ চিন্তা গুলো মুখে না বলা বা কাজে না করলে ইমান চলে যাবে না। সেটা চিন্তা করে আবার নিজ থেকেই ইচ্ছা করে চিন্তা করি। কোনটা ওয়াসওয়াস আর কোনটা আমার নিজ ইচ্ছা থেকে করতেছি পার্থক্য করতে পারছি না।মনে হচ্ছে এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে।
আমি স্বাভাবিক ইমানদার হয়ে বেচে থাকতে চায়।
আমি জানি এসব চিন্তা মনে আসতেই দেওয়া যাবেনা,পুরোপুরি ঝেড়ে ফেলতে হবে।কিন্তু সেটাই আমি পারছি না।
আমি এগুলো থেকে মুক্তি চায়।
আমার করণীয় কি?