আসসালামুয়ালাইকুম
প্রশ্নটি আমার এক বন্ধুর পক্ষ হতে। বন্ধুর ফ্যামিলি নিম্ন মধ্যবিত্ত। ফ্যামিলিতে বাবা মা বড় ভাই ভাবী ভাতিজি আছেন কিন্তু বন্ধুই মেইন উপার্জনকারী।
এখন কুরবানির পুর্বে বর্তমানে বন্ধুর হাতে ১ লাখ মত টাকা রয়েছে। অন্যদিকে বন্ধুর ঋন আছে প্রায় ১.৫ লাখ এবং বাড়ির গুরুত্বপূর্ণ কিছু কাজ এবং সাথে রেগুলার খরচ তো আছেই এই টাকার মধ্যেই।
এই অবস্থায় কি বন্ধুর উপর কুরবানি ওয়াজিব হবে??
জানাবেন ইন শা আল্লাহ।
জাযাকাল্লাহু খাইরা।