আমি শখের বসে নতুন/পুরাতন/দেশী/বিদেশী কয়েন-নোট সংগ্রহ করি। এগুলোর কিছুর বর্তমানে বিনিময় মূল্য আছে, আবার কিছুর এন্টিক আকারে মূল্য আছে। এসব সাধারণত খরচ করি না, শুধু জমাই। চূড়ান্ত কোন বিপদে না পড়লে সেসব বিক্রি/খরচ করব না, এরকম নিয়্যাত আছে। এগুলোর মূল্য নেসাব পরিমাণ হলে যাকাত/কুরবানি দিতে হবে কিনা?
আর সেক্ষেত্রে এন্টিক নোটগুলোর মূল্য কিভাবে নির্ধারন করব (কারন, এগুলোর নির্দিষ্ট মূল্য নেই। একেক দোকানে গেলে হয়ত একেকরকম মূল্য বলবে, অনেকটা মনগড়া, যার কাছে যেমন পাওয়া যায় ধাঁচের। মোদ্দাকথা মূল্য নির্ধারণ কষ্টসাধ্য ব্যাপার)?