ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা’আলা বলেন,
أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَـٰهَهُ هَوَاهُ أَفَأَنتَ تَكُونُ عَلَيْهِ وَكِيلًا
আপনি কি তাকে দেখেন না, যে তারা প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করে? তবুও কি আপনি তার যিম্মাদার হবেন? (সূরা ফুরকান-৪৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উক্ত আয়াতে আল্লাহ তা’আলা কাফিরদের একদলের উপমা দিচ্ছেন যে, তারা তাদের মনের কামনা বাসনা তথা প্রবৃত্তিকে খোদা বানিয়ে ফেলেছে। অর্থাৎ তারা খোদার বিধানের মত মনের আশা আখাংকাকে ধরে নিয়েছে। তবে এর অর্থ এ নয় যে, যারা মনের আশা আকাংখা অনুযায়ী গোনাহ করবে, তারা সবাই মনকে খোদা বানিয়ে ফেলছে।