আমার সাধারণত হায়েজ ৭দিন থাকে,
লাস্ট ৩০ জুন হায়েজ সমাপ্ত হয়,এই হায়েজের সময়সীমা ছিল ৮দিন,শেষের দিনে খুবই অল্প রক্ত বের হয়েছিলো।
কাল ১৩ তারিখ মাগরিবের আগে মাসিকের রাস্তা দিয়ে সামান্য রক্ত বের হতে দেখতে পাই, ইস্তিহাজা ভেবে আসর মাগরিব এশা সব ই আদায় করেছি এবং গতদিন কাযা রোজা রেখেছিলাম সেটাও ভাঙিনি,কন্টিনিউ করেছি ইফতার পর্যন্তই।
আজ ১৪ তারিখ ফজর ও আদায় করেছি, কিন্তু সকাল ৭টার পর থেকে বেশি পরিমাণে রক্ত বের হওয়া শুরু হয় এবং সাথে অনেক পেট ব্যাথা। মাসিকের প্রথমদিনে আমার যেমন প্রচুর পেট ব্যাথা করে তেমন ব্যথা হচ্ছে আর রক্ত ও অনেক বেরোচ্ছে।
আমার জানামতে ইস্তিহাযাতে রক্তের পরিমাণ সামান্য হয়,মাসিকের রক্তের মতো প্রবাহিত রক্ত হয় না।
এখন আমার প্রশ্ন হলোঃ
১। সর্বশেষ হায়েজ সমাপ্ত হওয়ার পর আজ ১৪ তম দিন চলছে কিন্তু মাসিকের প্রথমদিনের মতো রক্ত আসছে আর অনেক পেট ব্যথা করছে, আমি কি তবু একে ইস্তিহাজা ধরে নামায পড়ব?
২। যদি আমি একে ইস্তিহাজা ধরি তাহলে আমি হায়েজের গণনা কি ১৫ তম দিন থেকেই করব নাকি ১৫ তম দিনেও ইস্তিহাযা ভেবে ১৬ তম দিন থেকে হায়েজ গণনা করব?
৩। মাসিকে অনিয়ম হচ্ছে,এরকন প্রায়ই নামায পড়বা কিনা এই সংকটে পড়ছি, এমতাবস্থায় যদি কোথাও থেকে প্রশ্ন জিজ্ঞেস করে( যেমন আপনাদের কাছে এই ওয়েবসাইটে) উত্তর আসতে সময় লাগে আর নামাযের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে কি সন্দেহ নিয়েই নামায পড়ে ফেলব?
৪। গতদিনের রোযা ভাঙিনি ইস্তিহাযা ভেবে, গতদিনের রোযা কি আদায় হয়েছে?