بسم
الله الرحمن الرحيم
জবাব,
নিজে
ইলমে দ্বীন শিক্ষা করা ও এর প্রচার ও প্রসার করার
গুরুত্ব অপরিসীম।এ সম্পর্কে হাদীস শরীফে এসেছে…
طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
ইলম অর্জনের চেষ্টা করা প্রত্যেক
মুসলমানের উপর ফরজ।… (সুনানে ইবনে মাজাহ, হাদীস ২২৪)
অপর এক হাদীস শরীফে এসেছে,
مَنْ جَاءَهُ
الْمَوْتُ وَهُوَ يَطْلُبُ الْعِلْمَ لِيُحْيِيَ بِهِ الْإِسْلَامَ فَبَيْنَهُ
وَبَيْنَ الْأَنْبِيَاءِ فِي الْجَنَّةِ دَرَجَةٌ وَاحِدَةٌ..
যে ব্যক্তি দ্বীন যিন্দা করার নিয়তে
(অর্থাৎ অন্যের মাঝে দ্বীন ছড়ানো এবং অন্যকে আমল করানোর উদ্দেশ্যে) ইলম শিখবে, আর এ অবস্থায় মৃত্যু বরণ করবে, জান্নাতে সে নবীগণের এত নিকটে থাকবে
যে, তার ও নবীগণের মাঝে একটি
মাত্র স্তরের পার্থক্য থাকবে।… (জামিউ বায়ানিল ইলম, ১/২০৭)
সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি দ্বীনি জ্ঞান অর্জনের
উদ্দ্যেশ্যে উক্ত
শীটগুলো নিজেও
পড়বেন ও অন্যকেও তা দিতে পারেন ।তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি উক্ত শীটগুলো অন্য
কাউকে দিতে নিষেধ করেন, যারা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী নয়, তাহলে তা জায়েয হবে না ।কিন্তু আমরা
যতটুকু জাানি যে, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন
কোন বাধা নিষেধ নেই , তাই
উক্ত শিটগুলি অন্য কোন দ্বীনি
ভাই/বোনের সাথে শেয়ার করলে কোন সমস্যা হবে না বরং সওয়াব হবে।