ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
"তালের তৈরি খাবার নিয়ে রাস্তা দিয়ে গেলে জীনে আক্রমণ করে"
এরকম ধারণা বিশ্বাস সঠিক নয়। বরং এটা বিদ'আত ও কুসংস্কার। এত্থেকে আমাদের সবাইকে বেচে থাকতে হবে।
(২)
তাদেরকে বলবেন,তারা যেন কুরআন এবং সহীহ হাদীসের আলোকে এ ধারণাকে প্রমাণিত করতে।এবং তাদেরকে বলবেন,যে এগুলো কুরআন হাদীসে নেই। বিদায় এগুলা বিদআত।
عن أمِّ المؤمنين أم عبدالله عائشةَ رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: ((من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رَدٌّ))؛ [رواه البخاري ومسلم]، وفي رواية لمسلم: ((من عمِل عملًا ليس عليه أمرنا فهو رَدٌّ)).
মর্মার্থ- দ্বীনে ইসলামে নতুন কিছু আবিস্কার করা,সংযোজিত করার নামই হল বিদআত।