ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মসজিদ পবিত্র জিনিষ। মসিজদের কোনো অপবিত্র জিনিষ রাখা কখনো জায়েয না। মসজিদে ঢুকে জুতার বক্সেই জুতা রাখতে হবে। অথবা এমনভাবে জুতা রাখতে হবে, যাতেকরে জুতার ময়লা ফ্লোরে না পরে।
মসজিদের পবিত্রতা রক্ষার জন্য আল্লাহ তাআলা এরশাদ করেন ,
وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ
অর্থাৎ “আমার গৃহকে পবিত্র রাখ তওয়াফকারীদের জন্যে, নামাযে দণ্ডায়মানদের জন্যে এবং রুকু সেজদাকারীদের জন্যে (সূরা হজ্জ-২৬) |
* আল্লাহ তাআলা আরো এরশাদ করেন "
وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ
অর্থাৎ “আমি ইবরাহীম ও ইসমাঈলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তওয়াফকারী, অবস্থানকারী ও রুকু সেজদাকারীদের জন্যে পবিত্র রাখ।” (সূরা বাকারা-১২৫) |
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জুতাকে মসজিদের পিছনে দেয়ালের সাথে দাড় করিয়ে রাখা যাবে না। কেননা এতেকরে জুতার ময়লা ফ্লোরে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।