بسم الله الرحمن الرحيم
জবাব,
আল্লাহ তা’আলা ইরশাদ করেন
لن تنالوا البر حتي تنفقوا مماتحبون وما تنفقوا من شيء فان الله به عليم
অর্থাৎ )হে মুসলিমগণ( তোমরা কখনোও পুর্ণ সাওয়াব পাবে
না, যে
পর্যন্ত না নিজের (অতিশয়) প্রিয় বস্তু (আল্লাহর রাস্তায়) ব্যয় না করবে। আর যা
কিছু (সাধারন ভাবে) ব্যয় করবে তাও আল্লাহ খুব জানেন। (সূরা আল ইমরান আয়াত ৯২)
কোরবানির পশু মোটাতাজা হওয়া উত্তম।এর উপায় হল, কোরবানির
সময় আসার কিছুদিন পূর্বে ক্রয় করে ভালোভাবে যত্ন এবং খাওয়া-দাওয়া করাবে। এতে
অল্প মূল্যের পশু ক্রয় করলেও মোটাতাজা দিয়ে কুরবানী করার সওয়াব পাওয়া যাবে। আর
দীর্ঘদিন নিজের লালন-পালনে থাকলে পশুর প্রতি মায়া আসবে। এতে প্রিয় বস্তু কোরবানি
করার সওয়াবও পাওয়া যাবে।
কোরবানির পশু মোটা তাজা সুন্দর ও শিংযুক্ত হওয়া
উত্তম।বর্ণিত আছে ,
عن ابي الأسود الانصاري،عن الله عن جده،عن النبي صلي الله عليه وسلم إن أحب الضحايا الي الله اغلاهاواسمنها
নবী সা এরশাদ করেন, কুরবানীর
পশু বেশি মূল্যবান ও মোটাতাজা হওয়া আল্লাহ তাআলার নিকট সর্বাধিক পছন্দনীয়।
(বাইহাকী শরীফ ১৮৭৩. মুসনাদে আহমদ ১৫৫৩৩)
উপরোক্ত আলোচনা থেকে স্পস্ট যে,কুরবানীর পশু কেমন হওয়া উচিৎ?
প্রশ্নকারী প্রিয় ভাই/বোন!
জন্মগতভাবে এক অন্ডকোষ বিশিষ্ট পশু দিয়ে
কুরবানী দেওয়াতে কোন সমস্যা নেই।
والخصى افضل من الفحل لانه اطيب لحما
অর্থাৎ খাসী(অন্ডকোষহীন) পশু ফাহাল তথা
অন্ডকোষবিশিষ্ট পশু থেকে উত্তম।কেননা তার গোস্ত সুস্বাদু হয়। (ফাতওয়ায়ে
হিন্দিয়া-৫/২৯৯)