জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
শরীয়তের বিধান হলো কাহারো নামাজের ভিতর অযু ভেঙ্গে গেলে সে তৎক্ষণাৎ অযুর জন্য বের হয়ে যাবে।
অযু করে এসে যেখানে নামাজ রেখে গিয়েছিলো সেখান থেকে আবার আদায় করবে।
আমর ইবনুল হারেস থেকে বর্ণিত, তিনি বলেন, নামাজরত ব্যক্তির নাক দিয়ে রক্ত বের হলে কী করণীয় এ সম্পর্কে উমর ইবনুল খাত্তাব রাযি. বলেন, সে অযুর জন্য বের হয়ে যাবে এবং অযু করে আসবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৫৯৫০)
সালমান ফারসী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের মধ্যে কারো যদি নামাজে অযু ছুটে যায় তাহলে সে যেন বের হয়ে অযু করে আসে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৫৯৫৪)
,
★তবে এক্ষেত্রে পথিমধ্যে বা অযু করা অবস্থায় কারো সাথে বা এমনিতেই কথা বলা যাবেনা।
যদি কথা বলে,তাহলে তাকে আবার পুনরায় নতুন করে নামাজ আদায় করতে হবে।
নামাজ ভঙ্গ কারী কোনো কাজ তার থেকে প্রকাশ পাওয়া যাবেনা।
,
আরো জানুনঃ
(০২)
এটি অযু ভেঙ্গে যাওয়ার কারন নয়।
বিধায় প্রশ্নে উল্লেখিত ছুরতে অযু ভেঙ্গে যাবেনা।
,
(০৩)
তখন শরীরে লাগা ভেজা নাপাকি স্থান ভালো ভাবে উত্তম রুপে ধুয়ে ফেলতে হবে।
শরীরে যদি শুকনো নাপাকি লেগে যায়,সেক্ষেত্রে সেটি দূর করে উক্ত স্থান ভালো ভাবে উত্তম রুপে ধুয়ে ফেলতে হবে।