শাইখ,আপনাদের ৮ রাকাত নফল সলাত আদায় ফতোয়াতে দেখলাম,নবী রাতে ৮ রাকাত নফল সলাত পড়তেন,
এখন আমি যদি সকাল দুপুর কিছু সময় যদি ১ নিয়তে ৮ রাকাত নফল সলাত আদায় করি, তাহলে এটা কি বিদআত হবে?
এরুপ আদায় করলে কি গোনাহ্ হবে?
আমি বলতে চাই,নবী তো নিষেধ বা কোন কিছু বলেন নি এই ব্যাপারে যে নফল নামায ৮ রাকাত সকালে পড়তে পারবে নাহ্।
এখন কথা হলো সকালে ৮ রাকাত দ নিয়তে নফল সলাত আদায় করলে কেন এটি মাকরুহ হবে?
আর আরেকটি সন্দেহ, সেটা হলো আমি যদি ১ নিয়তে ৮ রাকাত নফল সলাত সকালে পড়লে সেটা কি বিদআত হবে,কারণ নবী তো এমন করেন নি,আর এটা কি ইসলামে নতুন বিষয় নয়?
আমাকে স্পষ্টভাবে জানান।