আসসালামু আলাইকুম শাইখ
পরীক্ষায় দেখাদেখি করে লিখা বা অন্য কোনভাবে অন্যায়ভাবে পরীক্ষার খাতায় লিখা নিঃসন্দেহে গর্হিত কাজ এবং গুনাহের কাজ।
বিগত বছরগুলোতে আমাদের দেশে প্রচুর প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সেই সকল প্রশ্নপত্র দিয়ে অনেক পরীক্ষার্থী পরীক্ষাও দিয়েছেন।
(যদিও উপরের বিষয়গুলো উর্ধ্বতন সকলেই জানেন)
সেক্ষেত্রে প্রাপ্ত এই সার্টিফিকেট দ্বারা আয় রোজগার করলে সেই আয় হালাল হবে কি না?অনুগ্রহ করে জানাবেন।
প্রসঙ্গত আরেকটি প্রশ্ন হলো,
বাঙালি বাবা-মায়েদের একটা স্বভাবে পরিণত হয়ে গিয়েছে জন্মনিবন্ধনে বয়স কমানো।সেক্ষেত্রে এখন জন্মনিবন্ধন পরিবর্তন করা অনেক কষ্টসাধ্য ব্যাপার কারণ এটি অনেক জায়গায় ব্যবহৃত হয়ে গিয়েছে।
প্রশ্ন হলো শাইখ মিথ্যার আশ্রয়ে গড়া বয়স কমানো এই জন্ম নিবন্ধন যেকোন কাজের ক্ষেত্রে জমা দিতে হয় সেক্ষেত্রে এই নিবন্ধন জমা দিয়ে কোন চাকুরি বা আয় করলে সেই উপার্জিত অর্থ হালাল হবে কি না?
জাযাকাল্লাহ খাইরান