আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকা তুহ
হজরত,
https://ifatwa.info/21332/ এই ফাতওয়া তে আপনারা বলেছেন উল্লেখিত অবস্তায় আসলে কসম হয় নি?
দয়াকরে একটু বিস্তারিত বুঝিয়ে বলবেন শায়েখ?
১. আমি যে ভাইকে বললাম সে যদি মাদ্রাসায় না যায় তাহলে মোবাইল ব্যবহার করতে পারবে না।সে হ্যাঁ/না কিছু বলেনি।এর মানে কি কসম হয় নি?
উল্লেখিত দিনে আমার ছোটভাই মাদ্রাসায় যায় নি এবং আমার অনুপস্তিতিতে মোবাইল ব্যবহার করে।
২.কসম হতে হলে কি যাকে নিয়ে কসম করা হয়েছে তাকে হ্যাঁ সূচক কিছু বলতে হবে?নতুবা হবে না?
৩.আল্লাহর নামে এইসব কসমের কেউ কাফফারা আদায় না করে তাহলে এটা কিরকম গুনাহ? কবিরা গুনারের আওতায় পড়ে?
৪.অনেকেই আল্লাহর নামে কসম করে থাকেন,কিন্তু কাফফারার খবর রাখেন না।এইসব ক্ষেত্রে যাদের মনে নেই ঠিক কতবার কসম করেছেন,কিন্তু কসম করেছেন তা নিশ্চিত তারা কি করবে? কাফফার কি অবশ্যই আদায় করতে হবে???