জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রোজাঃ
(০১)
নিয়ত মানে হল মনস্থির করা। কোন কাজটি করছি? কেন করছি? কার জন্য করছি? কি করছি? এসব বিষয় নির্ধারণ করার নাম হল নিয়ত।
মুখে নিয়ত করার প্রয়োজন নেই। মনে মনে নিয়ত করলেই যথেষ্ট।
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি যদি সাহরী খাওয়ার সময় কাজা রোযা আদায়ের নিয়তেই খেয়ে থাকেন,বা সুবহে সাদিকের আগেই মনে মনে কাজা রোযা রাখার নিয়ত করে থাকেন,তাহলে তাহা আদায় হয়ে যাবে।
কোনো সমস্যা নেই।
,
আর যদি তা না করে থাকেন,তাহলে কাজা রোযার নিয়ত যেহেতু সুবহে সাদিকের আগেই করতে হয়,সেক্ষেত্রে আপনি আজ আর কাজা রোযা রাখতে পারবেননা।
,
আপনার নফল রোযার নিয়ত ছহীহ হবে।
হাদীস শরীফে ইরশাদ হয়েছে
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنِي ابْنُ لَهِيعَةَ، وَيَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ حَفْصَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ لَمْ يُجْمِعِ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ فَلاَ صِيَامَ لَهُ " .
আহমদ ইবন সালিহ ....... নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী হাফসা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের পূর্বে রোযার নিয়্যাত করবে না, তার রোযা আদায় হবে না।
(আবু দাউদ ২৪৪৬)
أَخْبَرَنِي الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا بْنِ دِينَارٍ، قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ شُرَحْبِيلَ، قَالَ أَنْبَأَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ لَمْ يُبَيِّتِ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ فَلاَ صِيَامَ لَهُ " .
কাসেম ইবনু যাকারিয়া (রহঃ) ... হাফসা (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি (রমযানের সাওম ব্যতীত) রাত্রে সাওমের নিয়্যত না করে তার সাওম পালন করা হবে না।
[সহীহ। নাসায়ী ২৩৩৩. ইবন মাজাহ ১৭০০, ইরউয়াউল গালীল ৯১৪]
নফল রোযার নিয়ত করার সময়সীমা হল, দিনের মধ্যভাগ পর্যন্ত। অর্থাৎ দিনের মধ্যভাগের আগ পর্যন্ত নিয়ত করলে তা শুদ্ধ হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ একসাথে কাজা আর নফল রোযার নিয়ত করলে কোনো রোযাই আদায় হবেনা।
এ সংক্রান্ত জানুনঃ
,
★নামাজঃ
(০১)
এতে নামাজ ভেঙ্গে যাবেনা।
,
(০২)
নামাজের মধ্যে এ কাজ করে থাকলে নামাজ ভেঙ্গে যাবে।
,
(০৩)
নামাজের মধ্যে এ কাজ করে থাকলে নামাজ ভেঙ্গে যাবে।