জবাব
بسم الله الرحمن الرحيم
ইসলামে দুই ঈদ : ঈদুল ফিতর ও ঈদুল আযহা।
হযরত আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন-
قَدِمَ رَسُولُ اللّهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا، فَقَالَ: مَا هَذَانِ الْيَوْمَانِ؟ قَالُوا: كُنّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيّةِ، فَقَالَ رَسُولُ اللّهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ: إِنّ اللّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا: يَوْمَ الْأَضْحَى، وَيَوْمَ الْفِطْرِ.
হযরত আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদীনায় আসলেন তখন মদীনাবাসীর দুটি উৎসবের দিবস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, এ দুটি দিবস কী? (কী হিসেবে তোমরা এ দু’দিন উৎসব পালন কর?) তারা বলল, জাহেলিয়াত তথা ইসলামপূর্ব যুগে আমরা এ দিনদুটিতে উৎসব পালন করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদেরকে এ দুটি দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন- ঈদুল আযহা ও ঈদুল ফিত্র। -সুনানে আবু দাউদ, হাদীস ১১৩৪; সুনানে নাসায়ী, হাদীস ১৫৫৬; মুসনাদে আহমাদ, হাদীস ১২০০৬
ঈদুল ফিতর শাওয়ালে ১ তারিখে,আর ঈদুল আযহা জিলহজ্জ মাসের ১০ তারীখে হয়।
,
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আজ সন্ধ্যায় আমাদের দেশে জিলহজ্জ মাসের চাঁদ দেখা গিয়েছে।
আরবী মাসে যেহেতু রাত আগে,আর দিন পরে আসে।
তাই আজ সন্ধা থেকে আগামিকাল ( সোমবার ১২ ই জুলাই) সন্ধা পর্যন্ত জিলহজ্জ মাসের এক তারিখ গননা হবে।
,
আগামী ২১ শে জুলাই,১০ ই জিলহজ্জ রোজ বুধবার বাংলাদেশে ঈদুল আজহা হবে।