আসসালামু আলাইকুম। উস্তাদ মনে করুন, আমার একটি অনলাইন শপ আছে। কেউ সেখানে ১০০০ টাকার পণ্য অর্ডার করলো। আমি তার থেকে কুরিয়ার চার্জ নিলাম ১০০ টাকা।
পার্সেল পাঠাতে আমার কুরিয়ারে বিল এলো ৫০ টাকা। আর দোকান থেকে কুরিয়ারে যেতে খরচ হলো ২০ টাকা। এইক্ষেত্রে কুরিয়ারের অতিরিক্ত যে ৩০ টাকা বেচে গেল, এটা নিজের করে নেয়া কি হালাল হবে.?
প্রশ্নটা করার কারণ হলো, অনলাইন শপ গুলো এমনটা করে। তারা বেচে যাওয়া টাকার ব্যাপারে কিছুই বলে না। ফেরত দেয় না বা তারা জানায়ও না বা টাকাটা নেয়ার ব্যাপারে কাস্টমার থেকে অনুমতিও নেয় না। আর কাস্টমার অন্তরের সন্তুষ্টির সাথে চায় না, তারা এই অতিরিক্ত টাকাটা নিয়ে নিক।
তাদের ইনকামের মাঝে এই অতিরিক্ত অংশটা কি হালাল..? যা পণ্যের দাম ও সকল সার্ভিস চার্জের অতিরিক্ত.!!