আসসালামু আলাইকুম।
★কেউ যদি নিজের মনে মনে অনেকদিন থেকেই এমনভাবে আল্লাহকে বলেঃ
আল্লাহ যদি অমুক ঘটনা ঘটে, তাহলে কিন্তু আমি তমুক কাজটা আমার জন্য করা ঠিক আছে,মঙ্গল আছে ধরে নিবো।
এমনভাবে ভাবা কি জায়েজ আছে?
পরবর্তীতে ঐ ঘটনা ঘটলে নির্দ্বিধায় ঐ ঘটনা ঘটার সাথে সম্পর্ক করে দেওয়া জিনিসটা আমি যদি গ্রহণ করি,তা তো আমার জন্য ভালোই হবে, আমার জন্য ঠিক আছে ধরে নিবো তাই না?