বিসমিহি তা'আলা
জবাবঃ-
সূর্যোদয়ের সময় ফজরের নামায পড়া বিশুদ্ধ কি না? এ সম্পর্কে উলামায়ে কেরামদের মতবিরোধ রয়েছে।
ফজরের সালাত পড়া অবস্থায় যদি সূর্যোদয় হয়ে যায়, তাহলে হানাফি উলামায়ে কেরামদের মতে সেই নামায ফাসিদ হয়ে যাবে।এবং ইমাম শা'ফেয়ী রাহ এর মতে ফজরের সালাত ফাসিদ হবে না যেভাবে সূর্যাস্তের সময় আছরের নামায ফাসিদ হয় না।দেখুন-
2136
আছরের নামায যে ফাসিদ হয়না,এ ব্যাপারে সমস্ত উলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে।তবে ফজরের নামায ইমাম শাফেয়ী, ইমাম মালিক,ইমাম আহমদ ইবনে হাম্বল রাহ এর মতে ফাসিদ হবে না।কিন্তু ইমাম আবু-হানিফা রাহ এর মতে ফাসিদ হয়ে যাবে।বিস্তারিত জানতে ভিজিট করুন-
471
সুতরাং হানাফি মাযহাব অনুযায়ী আপনার অাসরের নামায হবে।কিন্তু ফজরের নামায হবে না।আল্লাহ-ই ভালো জানেন।