আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
436 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (19 points)
edited by
1. Kothaw kothaw esche j magrib r fazor namaz er por 10 ber kore darud ibrahim porle amader nabi Ji safayat korben tar jonno , koto tuku sotti ! R sotti hole reference ta chai plZ.

2. Azaner por dua korar niom ta ektu details chai! Azaner por darud pore azaner dua pori alhumdulillah then er por dua kivabe korbo? Hat tule Allah paker hamd pore then darud porte hobe abr? Naki just azaner dua sesh kore hat na tule mukhe dua korle hobe ? Karon ami jani dua surute darud r sesh a darud na porle dua kobul hoina . Plz janaben amn onek prosner uttor properly paina, dakha jai akta ans dan kintu sob uttor sekhane thake na. Amra jani nA bolei proshno kori ustaz.
3. Margib r fazor er por j dua guli amol korar kotha ache oguli magrib er jikr guli jodi ami asor theke magrib er vitor kori tobe ki vul hobe ota ki magrib hisebe dhora hobe na, karon magrib er por ato somoy pawa jaina porar, plZ janaben.

4. jul hajj manser 1 tarik theke j Siam setar sathe ki kaja rozar niyot kora jabe ? Ektu reply ta taratri dite chesta korben shaikh karon amn onekber hoeche j 2/3 hoe jawer por o uttor paina then reminder message korle uttor peachi

5.kew jodi sizda dite na pare boios er karone se jodi niche jainamaz bichiye darai r dariye ruku kore then pichone khate  bose then sizda kore se khetre ki salat adai hobe? Karon darie ruku kore bosanai bose sizda korle ruku theke sizda nichu hoina , se khetre sahi Konta janaben plz.

6. Kono ak sahabi sob rakat a sura ikhlas porten, nabiji take bolechilen tar ai valobasa take jannat a niye jabe, ami ki amn sob rakat a porte pari , faroz ba sunnat namaz a sura miliye pore then sura ikhlas? Naki seta namaz vonngo hoe jabe?

1 Answer

0 votes
by (574,050 points)
edited by
জবাব
بسم الله الرحمن الرحيم 


(০১)
কুরআন হাদীসে এ আমলের কোনো ভিত্তি নেই।
 
(০২)
আযানের পর দোয়া পড়া সুন্নাত।
তবে কেহ এটি না পড়লে গুনাহ হবেনা।

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، قَالَ حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ "

জাবির ইবনু ‘আবদুল্লাহ্ (রাযি.) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আযান শুনে দু‘আ করেঃ ‘হে আল্লাহ্-এ পরিপূর্ণ আহবান ও প্রতিষ্ঠিত সালাতের মালিক, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে ওয়াসীলা ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী করুন এবং তাঁকে সে মাকামে মাহমুদে পৌঁছে দিন যার অঙ্গীকার আপনি করেছেন’-ক্বিয়ামাতের দিন সে আমার শাফা‘আত লাভের অধিকারী হবে।* (বুখারী শরীফ ৬১৪.৪৭১৯) (আধুনিক প্রকাশনীঃ ৫৭৯, ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৮৭)

আজানের পর হাত তুলে দোয়া পড়া ও মোনাজাত করার কথা হাদিসে নেই। (ফয়জুল বারি : ২/১৬৭, ফাতাওয়া মাহমুদিয়া : ১৬/২০৮)

★সুতরাং উক্ত দোয়া হাত না তুলেই করবেন।
এই দোয়ার ভিতরের দরুদ আছে,আলাদা দরুদ পড়তে হবেনা।
জাস্ট শুধু সেই দোয়া পড়বেন।
,
(০৩(
মাগরিবের পরের যিকির যদি সুন্নাহ দ্বারা নামাজের সাথেই নির্দিষ্ট হয়ে থাকে,তাহলে সেই যিকির আগে আদায় করলে ফল পাওয়া যাবেনা।
অন্যথায় আগেই যিকির করা যাবে।
,
(০৪)
না এতে কাজা রোযার নিয়ত করা যাবেনা।
যদি কাজা রোযা রাখেন,তাহলে শুধু কাজা রোযারই নিয়ত করবেন।
,
(০৫)
এক্ষেত্রে উক্ত ব্যাক্তি পিছনে থাকা খাটে বসে সেজদাহ করতে পারবে।
তবে আমলে কাসীর হলে নামাজ ভেঙ্গে যাবে।
,
করনীয় হলো খাটে দাড়িয়ে সালাত আদায় করে সেজদার সময় বসে সেজদাহ আদায় করবে।
,
(০৬)
এ সংক্রান্ত বিধান জানুনঃ


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 259 views
0 votes
1 answer 121 views
asked Aug 20, 2023 in সালাত(Prayer) by Labib (8 points)
...