জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
কুরআন তিলাওয়াত কর ধীরস্থির ভাবে, স্পষ্টরূপে। -সূরা মুযযাম্মিল (৭৩) : ৪
হাদীস শরীফে ইরশাদ হয়েছে-
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ طَلْحَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْسَجَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم " زَيِّنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ " . - صحيح
আল-বারাআ ইবনু ‘আযিব (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা সুললিত কণ্ঠে কুরআনকে সুসজ্জিত করে পাঠ কর।
বুখারী ‘খালকু আফ‘আলুল ‘ইবাদ’ (হাঃ ১৯৫) আ‘মাশ হতে, ইবনু মাজাহ (অধ্যায় : সলাত ক্বায়িম, অনুঃ সুললিত কণ্ঠে কুরআন পাঠ করা, হাঃ ১৩৪২), নাসায়ী (অধ্যায় : ইফতিতাহ, অনুঃ কুরআন পাঠে আওয়াজ সুন্দর করা, হাঃ ১০১৪), দারিমী (অধ্যায় : ফাযায়িলি কুরআন, হাঃ ৩৫০০) ত্বালহা হতে, আহমাদ (৪/২৩৮) আবু দাউদ ১৪৬৮।)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ক্বারীর তিলাওয়াত আপনি শুনতে পারবেন।