আমার একজন ছেলে সহপাঠি তার ৩/৪জন বন্ধুর সামনে আমার একজন বান্ধবি কে বলেছিল আমি তোকে বিয়ে করব,আমার বান্ধবী উত্তর এ বলেছিল আমি রাজি,
হানাফি মাঝহাব মতে কুফু মিল থাকলে তাদের বিয়ে হয়ে গেছে ইন শা আল্লাহ।
সমস্যা হচ্ছা তাদের দুজনের পরিবারের কেও এইটা জানেনা,আর তাদের বাবা মার খুব বেশি একটা দ্বীনের জ্ঞান না থাকার কারনে এই ব্যপারটা কেও মেনে নিবে না,তারা বিশ্বাস করবে না যে এইভাবে বিয়ে হয়!তাছাড়া তারা দুজনেই এখন স্টুডেন্ট, এমতাবস্থায় তারা যদি বাসায় এই ব্যপারটা জানাই,বাসাই মেনে নিবে না,বরঞ্চ মেয়ের বাসা থেকে তার পড়াশোনা বন্ধ করে দিতে পারে,আরো অনেক প্রবলেম হতে পারে,কিন্তু মেয়েটা ছেলেটাকে স্বামী হিসেবে মানে,তার সাথেই সারাজীবন থাকতে চাই,ছেলেটার পরে জব হলে বাসা থেকে হইত মানবে,কিন্তু এখন বললে হিতে বিপরীত হবে,
এমতাবস্থায় তাদের কি করা উচিত?১।তাদের বাসায় যেহেতু জানেনা,তাহলে কি তাদের মধ্যে সামী স্ত্রীর সম্পরক রাখা জায়েয?
২।বাসায় এখন জানালে হিতে বিপরীত হয়ে যাবে সব কিছু, কারন মেয়ের পারিবার খুব কঠিন আর সেকুলার,এখন কি করা উচিত?