ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
দুই ঈদ এবং আইয়্যামে তাশরিকের তিনদিন সর্বমোট পাঁচদিন ব্যতীত বৎসরের যে কোনো সময় রমজান মাসের কাযা রোযা রাখা যায়।যদি অন্যান্য মুস্তাব বা সুন্নাত রোযার সময়ে কেউ রমজানের কাযা রোযার নিয়্যাত করে নেয়, তাহলে শুধুমাত্র কাযা-ই আদায় হবে।এক্ষেত্রে কাযার সাথে সুন্নাত রোযা আদায় হবে না। (ফাতাওয়ায়ে দারুল উলূম;৬/৩০৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
কারো কাযা রোযা যিম্মায় থাকাবস্থায় সে জিলহজের রোযা রাখতে পারবে।এতে কোনো সমস্যা হবে না।