আসসালামু আলাইকুম।
আমি একটি আইটি ফার্মে চাকরি করি। আমি এখানে যে কাজ করি তার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি। এখানে আমাকে বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস যেমন Amazon, ebay, walmart এগুলোতে কাজ করতে হয়। এই মার্কেটপ্লেসগুলোতে বিভিন্ন প্রোডাক্টের কন্টেন্ট তৈরি করতে হয়, যেমন, প্রোডাক্টের শিরোনাম, বর্ণনা ইত্যাদি। আমার এই কাজ কখনো হালাল প্রোডাক্টের জন্য করতে হয়, আবার কখনো বিভিন্ন হারাম প্রোডাক্টের জন্য করতে হয়। আমার কোম্পানি যেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নেয়, তার প্রোডাক্ট অনুযায়ী কাজ করতে হয়।
আমার প্রশ্ন হলঃ
১) এক্ষেত্রে আমার কাজের বিধান কি?
২) এর দ্বারা উপার্জিত অর্থ কি হালাল হবে? যদি হারাম হয়, তবে কি পুরোপুরি হারাম, নাকি আংশিক হারাম হবে?
৩) আমি এই কন্টেন্ট তৈরির কাজটি যদি অন্য কাউকে শিখাই, তবে সেক্ষেত্রে কি সে যেই হারাম প্রোডাক্ট গুলির জন্য কন্টেন্ট তৈরি করবে, সেগুলোর দায়ভার কি আমার উপর বর্তাবে?