আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
474 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (39 points)
আসসালামু আলাইকুম শায়েখ, আমার এলাকায় অনেক মুসলিম লালনের ভক্ত বলা যায় অথচ তার সম্পর্কে যতটুকু জেনেছি তাতে আমার কাছে তাকে মুসলিম বলে মনে হয় নি। এমতাবস্থায় আপনাদের শরণাপন্ন হলাম। লালন কি আদৌ মুসলিম? নাকি সে কাফির বা মুশরিক? আর কেউ যদি তাকে কাফির বলে থাকে, তাহলে তার করণীয় কি?

জাজাকাল্লাহ খাইরান

1 Answer

0 votes
by (606,450 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
কারো সম্পর্কে মন্তব্য করার পূর্বে এই হাদীস লক্ষ্যণীয়।

হযরত আবু বাকরা রাযি থেকে বর্ণিত,
عَنْ أَبِي بَكْرَةَ رضي الله عنه أَنَّ رَجُلًا ذُكِرَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَثْنَى عَلَيْهِ رَجُلٌ خَيْرًا ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( وَيْحَكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ - يَقُولُهُ مِرَارًا - إِنْ كَانَ أَحَدُكُمْ مَادِحًا لَا مَحَالَةَ فَلْيَقُلْ : أَحْسِبُ كَذَا وَكَذَا إِنْ كَانَ يُرَى أَنَّهُ كَذَلِكَ وَحَسِيبُهُ اللَّهُ ، وَلَا يُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا )
একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক লোকের ব্যাপারে আলোচনা হয়। তখন অন্য এক লোক বলল, হে আল্লাহর রসূল! অমুক অমুক কাজের বিষয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর তার চেয়ে উত্তম আর কোন লোক নেই। এ কথা শুনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার ধ্বংস হোক, তুমি তো তোমার সঙ্গীর গর্দান কেটে ফেলেছ। তিনি এ কথাটি বার বার বললেন। অতঃপর বললেন, তোমাদের কারো যদি তার ভাইয়ের প্রশংসা করতেই হয় তবে সে যেন বলে অমুকের ব্যাপারে আমার ধারণা যে, সে এমন (বাস্তবে হলেই এ কথাটি বলতে পারবে), তবে আল্লাহর সম্মুখে আমি কাউকে দোষমুক্ত ঘোষণা করছি না (অর্থাৎ আমি আল্লাহর সামনে কাউকে পবিত্র করতে পারি না)। (সহীহ মুসলিম-শামেলা:৩০০০,ইসলামিক ফাউন্ডেশন ৭২৩১, ইসলামিক সেন্টার ৭২৮৪)(সহীহ বোখারী-৬০৬১)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
লালন ফকিরের আকিদা বিশ্বাস সম্পর্কে নির্ভরযোগ্য সূত্রে আমরা কিছুই জানিনা।আপনি লালন ফকিরের দুয়েকটি আকিদা বিশ্বাস আমাদের কমেন্টে বলবেন,আমরা সেই আকিদা বিশ্বাসের আলোকে ফাতাওয়া দেওয়ার চেষ্টা করবো।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (39 points)
edited by
প্রথমত,লালন নিজের ধর্ম সম্পর্কে পরিষ্কার ভাবে কিছুই বলেন নি। না নিজেকে হিন্দু বলে দাবি করেছেন,আর না মুসলিম। যতটুকু বুঝতে পেরেছে তিনি তার নিজের মত করে আল্লাহর/ইলাহের/এক সত্তার সাধনা করতেন যেখানে তার সাধনার অধিকাংশ জায়গা জুড়ে থাকতো গান। এইখানে একটা পোস্টের লিংক দেয়া হলো৷ এর বাইরে দ্বীনে ফেরার আগে কিছু মুভি দেখেছিলাম বাউলদের নিয়ে (আল্লাহ মাফ করুন) যার সাথে এই লেখার সাদৃশ্যতা প্রচুর। তাদের মধ্যে যৌনতার দ্বারা সাধনা/ইবাদত টাইপের কর্মকান্ড বিদ্যমান। তাদের সম্পর্কে আমার জানা শোনা অনেক কম। প্রসঙ্গত, দ্বীনে ফেরার পূর্বে একবার লালনের আখড়ায় ল্লন মেলার সময় গিয়ে ওইখানকার সাধুদের মাঝে সিদ্ধির/গাজার প্রচলন দেখেছি। আমরা ভাত বা অন্য জিনিস যেরকম খাই,উনারাও ওইরকমই গাজা খায়। আর লালনের মাজার কেন্দ্র করে প্রতি বছর এই মেলা হয়। ওইখানের সাধুদের জীবন যাপন মোটেও স্বাভাবিক লাগে নি আমার কাছে। তদুপরি এই লিংকের পোস্টটা কতটা সত্য সেটাও অজানা। এমতাবস্থায়, আমার অতীত অভিজ্ঞতা সাথে বাউলদের তাদের গানের মাধ্যমে প্রকাশ করা আকিদা দেখে আমার তাদের মুসলিম মনে হয় নি। আমি আলেম না,তাই তাকফির কাউকে করি না। কিন্তু আবেগের বসে সেদিন বলে ফেলেছে লালন কাফের যেহেতু সে মুসলিম না। পরে এই লেখাটা পেয়ে আমি এখনো তওবা করিনি। এক্ষেত্রে আমার করণীয় জানাবেন
by (606,450 points)
উক্ত লিংকে যা পড়লাম, তার অধিকাংশই কুফরি।সুতরাং এগুলোর দ্বারা তার ঈমান থাকবে না।জাযাকুমুল্লাহ।
by (39 points)
তাহলে কি আমি তওবা করবো নাকি তার সম্পর্কে যে আকিদা আছে তা বহাল রাখবো?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...