ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/287 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,অমুসলিমদের ধর্মীয় জিনিষপত্র বা বিজাতীয় সংস্কৃতির জিনিষপত্র এবং বিভিন্ন শরীয়ত বিরোধী কাজ সমূহে ব্যবহৃত জিনিষপত্রর ক্রয়-বিক্রয় সম্পর্কে বলা যায় যে,এতে মতপার্থক্য বিদ্যমান রয়েছে-
একদল উলামায়ে কেরাম এ ক্রয়-বিক্রয় কে স্পষ্টত নাজায়েয বলেন,অন্যদিকে উলামায়ে কেরামের বিরাট একটি অংশ বলেন,সুদ,মদ,শুকুর ব্যতীত অন্যান্য বিষয়ে মূল কাজ বৈধ হলে তা করা যাবে।যেমন গির্জায় ঝাড়ু দেওয়া, ইত্যাদি। কেননা শুধুমাত্র ঝাড়ু দানের কাজ অবৈধ নয়।তাই উক্ত ঝাড়ু দানের কাজ অবৈধ হবে না,চায় তা কোনো গির্জা বা অনৈসলামিক স্থানেই হোক না কেন?
আপনি তাকে জিজ্ঞাসা করে নিবেন যে,তা কোন কাজে ব্যবহার করা হবে। যদি সে হারাম কাজে ব্যবহার করার জন্য ক্রয় করতে চায়,তাহলে আপনি তার কাছে বিক্রয় করতে পারবেননা।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যাদের সম্পর্কে হালাল হারাম ব্যবহার জানা যাবে না, তাদের নিকট আপনি বিক্রি করতে পারবেন।