ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
কুরবানির সময়ে এই দুআ পড়া
(নিজের কুরবানি হলে) বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা মিনকা, ওয়া লাকা, হাযা আন্নি। এবং অন্যর কুরবানি হলে বলা যে, আল্লাহুম্ম তাকাব্বাল মিন ফুলান ওয়া আলে ফুলান। সম্ভব হলে তার নামা উল্লেখ করা। বিসমিল্লাহ বলা বলা ওয়াজিব। এবং অন্যন্য দুআ পড়া মুস্তাহাব।
আনাস (রাঃ) হতে বর্ণিত।
روى البخاري (5565) ومسلم (1966) عَنْ أَنَسٍ قَالَ : ضَحَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ ذَبَحَهُمَا بِيَدِهِ وَسَمَّى وَكَبَّرَ وَوَضَعَ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَا .
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’টি সাদা-কালো রং এর শিং ওয়ালা ভেড়া কুরবানী করেন। তিনি ভেড়া দু’টির পার্শ্বে তাঁর পা রেখে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে স্বহস্তেসেই দু’টিকে যবহ্ করেন। (সহীহ বুখারী- ৫৫৬৫) [৫৫৫৩] (আধুনিক প্রকাশনী- ৫১৫৮, ইসলামিক ফাউন্ডেশন- ৫০৫৪)
এবং শেষে আলহামদুলিল্লাহ বলা।