ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা পুরুষ এবং নারী দু'টি ভিন্ন জাতিকে তৈরী করেছেন।এবং তাদের কাজকেও বন্টন করে দিয়েছেন।এভাবে যে, সাধারণত পুরুষ বাহিরে কাজে ব্যস্ত থাকবে এবং নারীরা ঘরের ভিতর সামাল দিবে।এবং সন্তানসন্ততি কে শিক্ষাদীক্ষা দেয়ার মত মহান কাজ আঞ্জাম দিবে।
নারীশ্রম কে ইসলাম নিরোৎসাহিত করেছে।তবে শরয়ী জরুরুতে অনুমোদনও দিয়েছে। নারীশ্রমের শরয়ী বিধান জানতে ভিজিট করুন করুন-
https://www.ifatwa.info/632
ফিৎনার আশংকা না থাকলে নারীদের জন্য একদিন একরাত (পায়ে হেটে)সফর পরিমাণ দূরত্ব তথা (৭৭÷৩=২৫.৬)২৫.৬ কিলোমিটার বা তার চেয়ে কম পরিমাণ জায়গা সফর করা মাহরাম ব্যতীত জায়েয আছে।তবে ফিৎনার আশংকা থাকলে জায়েয হবে না।বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/212
ফ্রি মিক্সিং পরিবেশ ব্যতীত প্রয়োজনে পর্দা সম্মত হালাল যেকোনো চাকুরী করা যাবে। তবে অবশ্যই পিতা বা স্বামীর অনুমতি সাপেক্ষ্যে। বিনা প্রয়োজনে চাকুরীতে না যাওয়াই উত্তম। যদি ফ্রি মিক্সিং চাকুরী করা ব্যতীত খোরাকীর অন্য কোনো ব্যবস্থা না থাকে, তাহলে ইস্তেগফারের সাথে রুখসত হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/3503
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
ঐ মহিলার চাকুরীর বিশেষ প্রয়োজন হলে চাকুরী করতে পারবেন। সর্বপ্রথম কোনো সম্পূর্ণ হালাল চাকুরী খুজতে হবে। যদি না পাওয়া যায়, তাহলে পুরুষ সহকর্মীদের নিকট থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে আল্লাহর ভয় অন্তরে রেখে ইস্তেগফারের সাথে অবশ্যই চাকুরী করা যাবে।