আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
293 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (60 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
১. গানের সুরে কোরআন তিলাওয়াত সম্পর্কে ইসলাম কি বলে? ওমর হিশাম আল আরাবি, আব্দুর রহমান মোসসাদ সহ আরও কয়েকজন গানের সুরে তিলাওয়াত করে। উনাদের তিলাওয়াত কি শুনা যাবে না? আর আব্দুর রহমান আল ওসি উনার তিলাওয়াত শুনা যাবে কি?


২. আমার জীবন থেকে প্রিয় মানুষ গুলো অকারনেই হারিয়ে যায় সবাই সহজে ভুল বুঝে দোষ না করেও দোষী হতে হয় ভাল করতে চাইলে মন্দ হয়। বার বার ধোকা খাই টাকা পয়সা ধন সম্পদ কোন কারন ছারাই নিজের হাত থেকে চলে যায়। এখন প্রায় নিশ্বঃ এসবের মানে কি? বা কিসের কারনে এমন হয় কোরআন হাদিসের আলোকে জানতে চাই..


৩. আমার কিছু আত্মীয় কুফুরি কালাম করে। প্রায় খাবারের মধ্যে কুফুরি কালাম করে খেতে দেয়। জেনেও মাঝেমাঝে তা বাধ্য হয়ে খেতে হয়,এমন অবস্থায় শুধু বিসমিল্লাহ বলে সেই খাবার খেলে হবে না অন্য কোন আমল করতে হবে?


৪. আমরা জেনারেল লাইনে পড়া মানুষগুলো ফিক্বহ সম্পর্কে কিভাবে জানব? কোন লেকচার শুনলে বা কোন বই পড়লে উওম হবে দয়া করে জানাবেন।


৫. একজন মুসলিম ওনি একটি গ্রুপের এডমিন। অনেক সময় দেখি গ্রুপে পোস্ট করে বলে আজ অমুক সময়ে ছাত্রদের নিয়ে দোয়া করা হবে। আবার অনেক সময় পোস্ট করে অমুক বোনের দোয়া কবুল করেছে আল্লাহ। আমাকে মেসেজ দিয়ে জানাল এভাবে বেশ ওনি পোস্ট করেন প্রায়।

এভাবে ওনি ওনার মাদ্রাসার জন্য সাহায্য ও চাই।


অনেক দ্বীনী ভাই -বোন দেখি ওনার কাছে পীরের মত সবাই দোয়া চাইতে থাকে মেসেজ দিয়ে কমেন্ট করে।

আল


বিশেষ করে দ্বানী ভাই-বোনরা মনে করে আল্লাহ নিজেদের দোয়া কবুল করে না। আর সবাই ওনার কাছে দোয়া চাইতে থাকে পীরের মত। কল,মেসেজ কমেন্ট করে ওনার কাছে দোয়া চাইতে থাকে।


আর ওনি এগুলো প্রকাশ করে পোস্ট করে।

অনেক সময় ছোট বাচ্ছাদের কুরআন পড়ার ছবি ওনার মাদ্রাসার ছবি দিয়ে পোস্ট করে আর সহায়তা ও চাই।


ওনার এই কাজটি কি ইসলামে দৃষ্টিতে সঠিক হচ্ছে আশা করি জানাবেন।


৬. কবিরাজ দেখা যাবে? যেকোনো বিষয়? বা বিয়ে আটকায় রাখছে? না গেলে কি করনীয়।


দুঃখিত এতোগুলো প্রশ্ন করায়।

1 Answer

0 votes
by (590,550 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/  নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
(১) তারা যদি গানের সূরে তিলাওয়াত করেন, তাহলে তাদের তিলাওয়াত শ্রবণ করা যাবে না। 
(২) আল্লাহ হয়তো আপনাকে পরীক্ষা করতেছেন, তাই আল্লাহর কাছে ক্ষমা চান। এবং আল্লাহর অনুগ্রহের আশাকে অব্যাহত রাখুন। 
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ( সূরা ইনশেরাহ-৫-৬)

(৩) আপনি বিসমিল্লাহও বলবেন, এবং নিম্নোক্ত দুআটি পড়বেন। 
 بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ، 
বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1093
(৪) আমাদের পাক্ষিক ফেকহি সেমিনার হয়, প্রতি ইংরেজি মাসের ১৫ও ৩০ তারিখ রাত ৯ঃ০০ অনুষ্টিত হয়। আপনি ইসলামিক অনলাইন মাদরাসায় ভর্তি হয়ে যান। দেখবেন ফিকহ আপনার জন্য আসান হয়ে যাবে। 
(৫) আপাতত সঠিক মনে হচ্ছে না। তবে বাস্তবতা আল্লাহই ভালো জানেন। 
(৬) তাকদিরের ফায়সালা আল্লাহর হাতে সুতরাং আল্লাহর হুকুম ছাড়া কিছুই হতে পারে না। আপনি কবিরাজের নিকট না গিয়ে বরং দুরাকাত নামায পড়ে আল্লাহর কাছে সমস্যার কথা বলুন, অবশ্যই আল্লাহ আপনাদের দুআকে কবুল করবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...