ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) তারা যদি গানের সূরে তিলাওয়াত করেন, তাহলে তাদের তিলাওয়াত শ্রবণ করা যাবে না।
(২) আল্লাহ হয়তো আপনাকে পরীক্ষা করতেছেন, তাই আল্লাহর কাছে ক্ষমা চান। এবং আল্লাহর অনুগ্রহের আশাকে অব্যাহত রাখুন।
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ( সূরা ইনশেরাহ-৫-৬)
(৩) আপনি বিসমিল্লাহও বলবেন, এবং নিম্নোক্ত দুআটি পড়বেন।
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ،
(৪) আমাদের পাক্ষিক ফেকহি সেমিনার হয়, প্রতি ইংরেজি মাসের ১৫ও ৩০ তারিখ রাত ৯ঃ০০ অনুষ্টিত হয়। আপনি ইসলামিক অনলাইন মাদরাসায় ভর্তি হয়ে যান। দেখবেন ফিকহ আপনার জন্য আসান হয়ে যাবে।
(৫) আপাতত সঠিক মনে হচ্ছে না। তবে বাস্তবতা আল্লাহই ভালো জানেন।
(৬) তাকদিরের ফায়সালা আল্লাহর হাতে সুতরাং আল্লাহর হুকুম ছাড়া কিছুই হতে পারে না। আপনি কবিরাজের নিকট না গিয়ে বরং দুরাকাত নামায পড়ে আল্লাহর কাছে সমস্যার কথা বলুন, অবশ্যই আল্লাহ আপনাদের দুআকে কবুল করবেন।