আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
১.কাচা পেয়াজ, রসুন আরও কি কি খেলে ওজু ভেঙে যায় শুনেছি! এটা কি সত্যি? ওজু থাকাবস্থায় এগুলো খাওয়ার পর শুধু ওজু করে নিলেই কি হবে?? নাকি ব্রাশ করে তারপর ওজু করতে হবে?
২. ওয়াশরুমে উলঙ্গ থাকলে কিবলা দিকে ফেরা যাবে না যেহেতু, সম্পুর্ন জামা কাপড় ছাড়া থাকাকেই কি উলঙ্গ বোঝায় নাকি জামা না পরে শুধু সালোয়ার পরা থাকলেও তা উলঙ্গ বোঝায়? যদি শুধু জামা পরে থাকা হয় আর সালোয়ার না পরে থাকে তাও কি উলঙ্গ হিসেবে বিবেচিত হবে? অথবা কিছুই পরা নেই শুধু লজ্জাস্থান ঢাকা আছে বা সামনের লজ্জাস্থান ঢাকা শুধু পিছনের দিক পরিপূর্ণ ভাবে ঢাকা না তাও উলঙ্গ বুঝাবে?
৩. নাভির নিচে মেয়েরা সালোয়ার পরতে পারবে না, সেটা হারাম এটা কি সত্যি? জামা দিয়ে এমনিতেই নাভি ঢাকা থাকে, এক্ষেত্রে সালোয়ার নাভির নিচে পরা থাকলে কি গুনাহ হবে? নাভি ঢেকে রাখাই তো মুখ্য, সালোয়ার নাভির উপরে নিচে পরা তো হারাম না তাই না?
৪.ইসলামিক ফাউন্ডেশন ক্যালেন্ডারে,১,৬,১২,১৮,২৪,৩০ তারিখের নামাজের সময় দেয়া! এর মাঝের তারিখের নামাজের সময় নেই কেনো? ১,২,৩,৪,৫,৬.... এমন সিরিয়াল অনুযায়ী সব তারিখের নামাজের সময় দেয়া থাকবে না?
৫. পশ্চিম দিকে কফ,থু থু ফেলতে হয় না যেহেতু, বাইরে বা গাড়ি তে থাকলে বোঝা যায় না বা জানি না কোনটা পশ্চিম, তখন থু থু/ কফ ফেলার প্রয়োজন হলে কিভাবে কোন দিকে ফেলবো? শুধু কফ/ থু থু ফেলা যাবে না পশ্চিম দিকে নাকি যে কোনো পানি, ময়লাও ফেলা যাবে না? অর্থাৎ পানি বা ময়লা ফেলা যাবে কিনা?
জাযাকাল্লাহ খাইরান!