১/ আমরা একটি ৪ তলা বাসায় ভাড়া থাকি।তো গতকাল রাতে বৃষ্টি হচ্ছিল।তখন আমি খেয়াল করলাম বাসার নিচের পানির টাংংকি যেটায় মটরে করে পানি এনে জমা করে।।রাস্তায় পানি জমে ড্রেনেট সাথে মিলিত হয়ে সেই পানির ছিটা টাংংকিতে পরতে পারে।আমিsure না।এখন আমার মনে হচ্ছে যদি ছিটা যাওয়াট কারনে পানি নাপাক হয়।টাংংকিট ঢাকনায় ছিটা পানির ভিজা ছিল। এখন টাংংকির পানি কী নাপাক হয়ে গিয়েছে।আমি জানি না যে টাংংকিটা ১০ হাত/ ৯ হাত কীনা। জিজ্ঞেস লরাও সম্ভব না।আমি কী করব.
একজন মুফতি বললেন যে ট্যাংংকিতে যেহেতু অনেক পানি তাই ছিটা গেলেও সমসস্যা নেই।
iom এর মাসেক বেতন,ভর্তি, সব কিছু s
Details জানতে চাই।