আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
235 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (28 points)
আসসালামু আলাইকুম।
১. আমি ইংরেজি সাহিত্য ও ভাষার শিক্ষার্থী। আমাদের টিচাররা আমাদের একাডেমিক বইয়ের পিডিএফ দিয়ে থাকেন আমাদের সুবিধার জন্য। আমি জানিনা এসব পিডিএফ এর অনুমোদন রয়েছে নাকি। একবার এক টিচার বলেছিলেন যে ইংরেজি বইগুলোর অরিজিনাল কপি সাধারণত পাওয়া যায়না আমাদের দেশে, ফটোকপি চলে আর কি। এখন করোনা পরিস্থিতিতে বই কেনা সম্ভব হচ্ছেনা আবার ভার্সিটির লাইব্রেরিতে গিয়ে খোঁজ নেয়া যাচ্ছেনা। এইগুলো যেহেতু ইংরেজি বই তাই আমার জানাশোনা কম যেমন আমাদের দেশের বই হলে প্রকাশনিকে মেসেজ করে জিজ্ঞেস করা যায় অনুমতি আছে নাকি। এইক্ষেত্রে আমাকে তো টেক্সট বুকের হেল্প নিতে হবে। এটা কি জায়েজ হবে? যেহেতু আমার জানা নেই অনুমতির ব্যাপার। আর আমার জন্য একটু টাফ ও বিষয়টা।

২. একাডেমিক পড়াশোনায় হেল্প নেয়ার জন্য যখন ইউটিউব এর সাহায্য নেই অডিওবুকের হেল্প নিতে হয় সুবিধার জন্য। যেহেতু একাডেমিক বিষয় তাই এড়িয়ে যাওয়া যায়না প্রয়োজন হলে। এইসব বইয়ের অডিও বুক অনুমতি নিয়ে বানানো নাকি সে নিয়ে আমার ধারনা নেই আর যেহেতু ইংরেজি তাই আমার জন্য বের করাটা টাফ। আমাকে একটু পরামর্শ দিন প্লিজ। এটা কি নাজায়েজ হবে? কেমন যেন এলোমেলো লাগে আমার, একাডেমিক বিষয় বলে এড়িয়ে যাওয়া যায়না আবার হকের বিষয় থাকে!

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


যদি কোনো বই বা কিতাবের প্রকাশনীর সাথে কোনো প্রকার যোগাযোগ সম্ভব না হয়, এবং তার কোনো কপিও বাজারে না পাওয়া যায়,তাহলে উক্ত কিতাবের পিডি এফ থেকে নিজের জন্য ছাপানো যাবে।
পিডিএফ ব্যবহার করা যাবে।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আমাদের দেশে যেহেতু সাধারণত সেগুলোর অরজিনাল কপি পাওয়া যায়না,তাই যেহেতু ফটোকপিই চলে,সেক্ষেত্রে ফটোকপির ব্যবহার জায়েজ আছে।
,
সুতরাং আপনি  টেক্সট বুকের হেল্প নিতে পারবেন,অডিওবুকের হেল্প নিতে পারবেন।

হাদীস শরীফে এসেছে   

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ «إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ وَإِنَّمَا لِامْرِئٍ مَا نَوٰى فَمَنْ كَانَتْ هِجْرَتُهٗ إِلَى اللهِ وَرَسُوْلِه فَهِجْرَتُهٗ إِلَى اللهِ وَرَسُولِه وَمَنْ كَانَتْ هِجْرَتُهٗ اِلٰى دُنْيَا يُصِيبُهَا أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا فَهِجْرَتُهٗ إِلٰى مَا هَاجَرَ إِلَيْهِ»

 ‘উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিয়্যাতের উপরই কাজের ফলাফল নির্ভরশীল। মানুষ তার নিয়্যাত অনুযায়ী ফল পাবে। অতএব যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রসূলের সন্তুষ্টির জন্য হিজরত করবে, তার হিজরত আল্লাহ ও তাঁর রসূলের সন্তুষ্টির জন্যই গণ্য হবে। আর যে ব্যক্তি দুনিয়ার স্বার্থপ্রাপ্তির জন্য অথবা কোন মহিলাকে বিবাহের জন্য হিজরত করবে সে হিজরত তার নিয়্যাত অনুসারেই হবে যে নিয়্যাতে সে হিজরত করেছে। 
 সহীহ : বুখারী ১, মুসলিম ১৯০৭, তিরমিযী ১৬৩৭, নাসায়ী ৭৫, আবূ দাঊদ ২২০১, ইবনু মাজাহ্ ৪২২৭, আহমাদ ১৬৯, ৩০২।

আরো জানুনঃ 

তবে এটির প্রচার প্রসার করা যাবেনা।

قَاعِدَة الضرورات تبيح الْمَحْظُورَات

তীব্র প্রয়োজন হারামকে হালাল করে দেয়। [কাওয়ায়েদুল ফিক্বহ, কায়দা নং-১৭০] 

قَاعِدَة الضرورات تقدر بِقَدرِهَا

জরুরত তার সীমায় সীমিত থাকবে। [কাওয়ায়েদুল ফিক্বহ, কায়দা নং-১৭১] 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...