ঋণ আছে কিংবা অন্যদের কাছ থেকে সুদে টাকা নিয়ে প্রতি মাসে মাসে সুদ দেয় এমন ব্যক্তিকে কেউ যদি কুরবানী দেওয়ার জন্য হাদিয়া দেয় আর সে অন্যদের সাথে ভাগে কুরবানী দেয় তাহলে বাকি যারা কুরবানী দিচ্ছে তাদের কুর'বানী হবে?
আর এই কুরবানীর সোয়াব কার হবে? হাদিয়া দাতার নাকি হাদিয়া গ্রহীতার?