আসসালামু আলাইকুম,
উস্তায, আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। সেখানে প্রতি মাসে বেতন থেকে বাধ্যতামূলক প্রবিডেন্ট ফান্ডের জন্য কিছু টাকা কেটে রাখা হয়। সেখানে এখন কিছু টাকা জমা হয়েছে। প্রতি বছর আবার সেই ফান্ডে প্রফিট হিসেবে কিছু টাকা ঢোকে। আমার প্রশ্ন হচ্ছেঃ
১। অই প্রফিটের টাকা কি সুদ হিসেবে গন্য হবে?
২। যদি সুদ হয়, তাহলে অই প্রফিটের টাকা বাদ দিয়ে বাকি টাকা কি আমি মাসিক কিস্তিতে লোন হিসেবে তুলতে পারবো?