জবাব
بسم الله الرحمن الرحيم
(০১)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
وَ ہُوَ الَّذِیۡۤ اَرۡسَلَ الرِّیٰحَ بُشۡرًۢا بَیۡنَ یَدَیۡ رَحۡمَتِہٖ ۚ وَ اَنۡزَلۡنَا مِنَ السَّمَآءِ مَآءً طَہُوۡرًا ﴿ۙ۴۸﴾
আর তিনিই তাঁর রহমতের বৃষ্টির আগে সুসংবাদবাহীরূপে বায়ু প্রেরণ করেন এবং আমরা আকাশ হতে পবিত্ৰ পানি বর্ষণ করি।
(সুরা ফুরকান ৪৮)
وَ یُنَزِّلُ عَلَیۡکُمۡ مِّنَ السَّمَآءِ مَآءً لِّیُطَہِّرَکُمۡ بِہٖ
এবং আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন যাতে এর মাধ্যমে তিনি তোমাদেরকে পবিত্র করেন।
(সুরা আনফাল ১১)
শরীয়তের বিধান মতে সাধারণ অবস্থায় রাস্তার কাদা/ময়লা পানি পাক। তা কিছুতে পড়কে সেটি নাপাক হবে না। তবে যদি কাদায়/ময়লা পানিতে নাপাকি দেখা যায় কিংবা নাপাকির গন্ধ অথবা রং প্রকাশ পায় তবে উক্ত ট্যাংকির পানি নাপাক হবে।
আরো জানুনঃ
,
(০২)
সে তো আর উক্ত বিছানার উপর নামাজ আদায় করেনি,তাই এতে কোনো সমস্যা হয়নি।
সে চাইলে উক্ত বিছানা পাক করতে পারে,তবে আবশ্যকীয় নয়।
,
(০৩)
কর্তপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।
,
(০৪)
প্রশ্নটি স্পষ্ট নয়।
,
(০৫)
প্রত্যেকবার উক ভেজা কাপড়ে নতুন পানি নিয়ে মুছে দেওয়া হলে চেয়ার পাক হয়ে যাবে।