আসসালামু আলাইকুম শায়েখ, আজকে আমি ফযরের সালাতের ইমামতি করি। সময় কম থাকায় সুন্নত পড়া ব্যতীত ফরয আদায় করি। এমতাবস্থায় আমার নামায পড়ানো ঠিক আছে কি? মূল যে প্রশ্ন, সেটা হলো, মাঝে মাঝে নামাযের পর লজ্জাস্থান চেক করলে সামান্য পরিমাণে পানির উপস্থিতি দেখতে পাই যা পূর্বে অনেক বেশি থাকলেও আল্লাহর রহমতে এখন কমেছে। আজকে নামাযের ইমামতির পর আমি যখন বিষয়টি চেক করি তখন পানির উপস্থিতি দেখতে পাই। প্রসঙ্গত নামাযরত অবস্থায় কোন ধরনের আলামত প্রকাশ পাইনি যার জন্য আমি অন্য কাউকে ইমামতির দায়িত্ব দিতে পারতাম। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ছোট মসজিদে জনাকয়েক মুসল্লির ভেতরে আজকে সালাত পড়ানোর যোগ্য তেমন কেউ ছিলো না। যার জন্য আমি ইমামতি করি। অন্যান্য সময় ইমামতি করলেও এই সমস্যা তেমন একটা দেখা যায় নি। এমতাবস্থায় আমার করণীয় কি? উল্লেখ ওয়াক্ত শেষ হবার পূর্বেই আমি আবার অযু করে ফরয সালাতের এক রাকাত ওয়াক্তের ভেতরেই আদায় করতে সক্ষম হই এবং বাকি এক রাকাত নিষিদ্ধ সময়ে চলে যায়। এমতাবস্থায় আমার এবং মুসল্লিদের করণীয় কি?
জাজাকাল্লাহ খাইরান