খেলার সময় আসলে ব্রাজিল বা আর্জেন্টিনার পতাকা টাঙ্গানো, এদের নিয়ে তর্ক করা, উচ্ছাসে মেতে থাকা ইত্যাদি ব্যপারসমূহের বিধান কী?
এই সব থেকে দূরে থাকতে বললেও অনেকে মেনে নিতে চাই না।বলে তারা শুধু খেলা সমর্থন করে অন্যন্য বিষয় সমর্থন করে না। সো এইসব দেখলে বা তাদেরকে সমর্থন করলে কোনো সমস্যা নেই এরুপ বলে। এক্ষেত্রে তাদেরকে কী বলে নসীহাহ করা যায়?