আসসালামু আলাইকুম,
আমার হাজব্যান্ড কিছু ড্রেসের ব্যাবসা করতে চাচ্ছে। যেগুলি মেইনলি স্বামীর সামনে পরার মত শুধু। খুবি বেহায়া কেউ ছাড়া অন্য নিয়তে কেনা সম্ভব না। দ্বীনি বোনরা আমার থেকে আগে কিনেছে স্বামীর সন্তুষ্টির আশায়। কিন্তুু দারাজে বিক্রি করতে গেলে সেক্ষেত্রে জানা কঠিন কে কিনছে। ড্রেস গুলি একদমই বাইরে পরার মতো না। তবু যদি কেউ পরে বের হয়, সেক্ষেত্রে কি আমাদের ব্যাবসা হারাম হবে?