আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ।
আমি একটা ওষুধ কোম্পানিতে রিসার্চ কাজ করি। আমার কাজগুলো বেশ লম্বা। একটা রিসার্চ প্রপোজাল তৈরি, জমা দেয়া, রেজাল্ট পেপার তৈরিতে অনেক সময় লাগে, প্রায় ৬-৮ মাসের মতন। কিন্তু এই পুরো সময়ে আমার কাজ থাকে না। কিন্তু অফিসে সশরীরে থাকতে হয়,। এই ফ্রি সময়ে যদি আমি ব্যক্তিগত কাজ করি বা লেখাপড়া করি, তবে কি আমি গুনাহগার হবো?