আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
(১)কোন বস্তু থেকে নাপাকির অস্তিত্ত্ব দূর হলে কীভাবে বুঝা যাবে?
(২)কোন নাপাকে হাত দিয়ে সেই হাত দিয়ে একটি ভেজা কাপড় ধরে সেই ভেজা কাপড় দিয়ে জানালা,খাট ইত্যাদি যদি মোছা হয় এবং জিনিসগুলো শুকিয়ে যাওয়ার পর যদি নাপাকির চিহ্ন না থাকে তাহলে পবিত্র হবে কী?যদি পবিত্র হয় তাহলে আবার পানি পড়লে নাপাক হবে কী?