আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
164 views
in সালাত(Prayer) by (30 points)
আসসালামু আলাইকুম।
সূক্ষ্ম কিছু মাসআলা জানার ছিল।

১. পুরুষদের সতর হলো নাভী থেকে হাটু। এখন কেউ যদি প্যান্ট নাভীর নিচে পড়ে আর শার্ট দিয়ে নাভী ঢাকা থাকে তাহলে কি সতর ঢাকার ফরজ আদায় হবে এবং এভাবে নামাজ পড়া যাবে কিনা?
২. সিজদায় যাওয়ার সময় দুই হাত দিয়ে প্যান্ট একটু উপরে উঠিয়ে সিজদা দিতে হয় নাহলে বসার সময় প্যান্ট অনেক টাইট হয়ে যায়। এভাবে দুহাত দিয়ে প্যান্ট উঠালে নামাজ ভেঙে যাবে?
৩. নামাজে কতবার শরীর চুলকানো যায়? অনেকে বলে প্রতি রাকাতে দুইবারের বেশি চুলকালে নামাজ ভেঙে যাবে,এটা কি সঠিক?
৪. আমলে কাসির কি? আমলে কাসিরের কিছু উদাহরণ দিলে ভালো হয়।
৫. রুকুর সময় দৃষ্টি কোথায় রাখতে হবে?

৬. নিচের ঠোঁটের একদম গোড়া হতে যে একগুচ্ছ দাড়ি গজায় সেগুলো কি খাটো করা যাবে? বাকা হয়ে উপরের দিকে উঠে এসে মুখের ভিতর ঢুকে এজন্য সমস্যা লাগে৷

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) পুরুষদের সতর হলো নাভী থেকে হাটু। এখন কেউ যদি প্যান্ট নাভীর নিচে পড়ে আর শার্ট দিয়ে সে তার নাভীকে ঢেকে রাখে, তাহলে তার সতর ঢাকার ফরজ আদায় হয়ে যাবে। সুতরাং এভাবে নামাজ পড়া যাবে।

(২) সিজদায় যাওয়ার সময় দুই হাত দিয়ে প্যান্ট একটু উপরে উঠিয়ে সিজদায় যাওয়া, এভাবে সিজদায় গেলে নামায ফাসিদ হয়ে যাবে। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/445

(৩) কোনো রুকুনে তিন বার শরীর চুলকালে নামায ফাসিদ হয়ে যাবে। রুকু একটি রুকুন, সিজদা একটি রুকুন, সিজদা থেকে মাথা উত্তোলন করে বসা একটি রুকুন। 
(৪) আমলে কাসির সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/445
(৫) রুকুর সময়ে পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে দৃষ্টি থাকবে। 
(৬) https://www.ifatwa.info/1829 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে, 
اللحية لغة: الشعر النابت على الخدين والذقن، والجمع اللحى واللحى.......... واللحية في الاصطلاح، قال ابن عابدين: المراد باللحية كما هو ظاهر كلامهم الشعر النابت على الخدين من عذار، وعارض، والذقن
শাব্দিকভাবে দাড়ি বলা হয়,ঐ চুল যা দুনু গাল এবং থুতনিতে থাকে। বহুবচন হল,লুহা। পরিভাষায় দাড়ি বলা হয়,যা ইবনে আবেদীন শামী রাহ, বলেছেন,দুনু গাল,কানপট্টির উপর, গালের সামনের অংশ,এবং থুতনি সবকিছুকেই মূলত দাড়ি বলা হয়ে থাকে। 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঠোঠের নিচের অংশকে দাড়ি বলা না হলেও তা রাখা মুস্তাহাব। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 143 views
...