আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
460 views
in কুরবানী (Slaughtering) by (67 points)
edited by
১. রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষে কুরবানী করার বিধান কি?

২. মৃত বা জীবিত ব্যক্তি যার উপর কুরবানী ওয়াজিব নয় তার পক্ষ থেকে অন্য কেউ কুরবানী করা উত্তম নাকি নগদ অর্থ সদকাহ করা উত্তম হবে?

1 Answer

0 votes
by (660 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম

উত্তর-

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির ওয়া সাল্লামের নামে কুরবানী দেয়া খুবই সওয়াব ও বরকতের ব্যাপার। এমন তাওফীত প্রাপ্ত হওয়া আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। সামর্থ্য থাকলে তার পক্ষ থেকে কুরবানী দেয়া উত্তম। নবীজী প্রতি বছর উম্মতের পক্ষ থেকে কুরবানী দিতেন। হাদিসে বর্ণিত হয়েছে-

عَنْ حَنَشٍ، قَالَ : رَأَيْتُ عَلِيًّا يُضَحِّي بِكَبْشَيْنِ فَقُلْتُ لَهُ : مَا هَذَا؟ فَقَالَ : إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَانِي أَنْ أُضَحِّيَ عَنْهُ فَأَنَا أُضَحِّي عَنْهُ
হযরত হানশ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আলী রাঃ কে দেখলাম তিনি দু’টি বকরী কুরবানী করলেন। আমি তাকে বললাম, এটি কি? [আপনার উপরতো একটি আবশ্যক ছিল কিন্তু আপনি দু’টি করলেন কেন?] তিনি বললেন, নিশ্চয় রাসূল সাঃ আমাকে অসিয়ত করেছেন তার পক্ষ থেকে কুরবানী করতে। এ কারণে আমি তার পক্ষ থেকে কুরবানী করছি। (আবু দাউদ, হাদীস নং-২৭৯০, সুনানে তিরমিজী : ১/২৭৫, ইলাউস সুনান : ১৭/২৬৮)

মৃত বা জীবিত উভয় ধরনের ব্যক্তির পক্ষ থেকে সদকা করার চেয়ে কুরবানী করা উত্তম। কেননা নবী করীম সাল্লাল্লাহু আলাইহির ওয়া সাল্লাম সকলের পক্ষ থেকে নিজে কুরবানী করেছেন। যদি সদকা করাই অধিক উত্তম হত তাহলে তিনি তা-ই করতেন। (মুসনাদে আহমদ : ১/১০৭, উলাউস সুনান : ১৭/২৬৮, রদ্দুল মুহতার : ৬/৩২৬)

উত্তর প্রদান
মুফতী মুহাম্মাদ মাহবুবুল হাসান
ফাতওয়া বিভাগ, IOM

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 2,428 views
0 votes
1 answer 255 views
0 votes
1 answer 2,936 views
+1 vote
1 answer 297 views
...