১৷হায়েয অবস্থায় সুরা ফুরকানের ৭৪ ও সূরা ইয়াসিনের ৩৬ নং আয়াত তিলাওয়াত করা যাবে ?
২৷ ইস্তেখারা সালাতের দোয়া কী আত্তাহিয়াতু ,দুরুদ শরীফ,দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরিয়ে তারপর এই দোয়া পড়বো ?
৩৷খুব তাড়াতাড়ি বিয়ের এবং নেক স্বামীর জন্য কোনো সুন্নাহ আমল ও পরীক্ষিত আমল আছে কী ?
৪৷ অতঃপর দু' রাকাত নামায পড়ে।নামাযের পর আল্লাহ তা'আলার হামদ ও ছানা এবং নবী সাঃ এর উপর দুরুদ পাঠ পূর্বক নিম্নোক্ত দু'আকে যেন সে পড়ে নেয়।
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الحَلِيمُ الكَرِيمُ، سُبْحَانَ اللهِ رَبِّ العَرْشِ العَظِيمِ، الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ، أَسْأَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ، وَعَزَائِمَ مَغْفِرَتِكَ، وَالغَنِيمَةَ مِنْ كُلِّ بِرٍّ، وَالسَّلاَمَةَ مِنْ كُلِّ إِثْمٍ، لاَ تَدَعْ لِي ذَنْبًا إِلاَّ غَفَرْتَهُ، وَلاَ هَمًّا إِلاَّ فَرَّجْتَهُ، وَلاَ حَاجَةً هِيَ لَكَ رِضًا إِلاَّ قَضَيْتَهَا يَا أَرْحَمَ الرَّاحِمِينَ.
এখানে আল্লাহর হামদ বলতে কী পাঠ করবো , এই নামাযে কী আত্তাহিয়াতু পড়বো না ?