আসসালামু আলাইকুম,
কিছুদিন ধরে ramfit নামক একটি দ্বীনি প্রতিষ্ঠান, খুব কমন একটা ক্যাপসুল ওষুধ কে হারাম বলে দাবি করছে।
তাদের যুক্তি অনুযায়ী, যেই জেলাটিন ব্যবহার করা হয় ওষুধে, সেগুলি প্রাণীজ উৎস থেকে আসে। আর যেহেতু আমরা জানি না প্রাণিজ উৎস হারাম অথবা হালাল, কোনটা, তাই এক্ষেত্রে নাকি মোটা দাগে হারাম হবে আমাদের জন্য এটা ব্যবহার করা।
অর্থাৎ যেহেতু নিশ্চিতভাবে হালাল জানা যায়নি, তাই ধরে নিতে হবে এটা নাকি হারাম। যদি হালাল প্রানির ও হয় তবু নাকি হারাম হবে যেহেতু আমরা জানিনা জবাই হালালভাবে হয়েছে কিনা। তারা এক্ষেত্রে বলছে, " কুরবানী করা হয় এমন পশুর ক্ষেত্রে, সবকিছুই নাকি হারাম যদি না সুস্পষ্টভাবে হালাল প্রমাণিত হয়। " এটা নাকি ফিকহের মূলনীতি। যদিও তারা কোন সুনির্দিষ্ট রেফারেন্স দেন নি কোথাও। তারা উসুলের কথা বলছে।
সেই যুক্তিতে তাহলে তো, বাজার থেকে আমরা যে গোশত কিনি, অথবা রেস্টুরেন্টে গিয়ে খাই, সেই মাংসগুলো জবেহ করার সময় তো আমরা ছিলাম না, সুস্পষ্টভাবে জানিও না হালাল ভাবে জবাই হয়েছে কিনা। তারপর আবার যেই cheese গুলো ইউজ হয় আমাদের দেশের রেস্টুরেন্ট গুলিতে, বেশিরভাগই বাইরের দেশ থেকে আনা, চিজ বানাতে রেনেট নামক একটা জিনিস লাগে যেটা হারাম-হালাল উভয় পশুর নাড়িভুড়ি থেকে আহরণ করা যায়। সেগুলিও হারাম কি হালাল সেটাও তো আমরা সুস্পষ্টভাবে জানতে পারি না।
এখন এক্ষেত্রে আমাদের তাহলে কি করা উচিত? ওই ওষুধ টা হারাম হয়ে থাকলে , অন্যান্য ক্যাপসুল ওষুধ হারাম হচ্ছে, যেটা খুব কঠিন হয়ে যায় আমাদের জন্য তাহলে, আর রেস্টুরেন্টে খাবার ক্ষেত্রেও একই জিনিস এপ্লাই হওয়ার মত।
দয়া করে বিস্তারিত জানাবেন। তাদের দাবি কি সঠিক , আর হলে, এক্ষেত্রে আমরা কি করতে পারি?